বমি বন্ধ করার জন্য ঔষধ খাওয়ান৷ বমি বন্ধ হলে ওরস্যালাইন খাওয়ান৷
এমএমকিট সেবন করার পর দুই ঘন্টার আগেই যদি বমি হয়ে যায় তাহলে এমএমকিট কাজ করবে না৷ তাই প্রয়োজনে পরের দিন আবার খেতে হবে৷ এমএমকিট সেবনের একঘন্টা আগে বমির ট্যাবলেট Anset কিংবা Paloset খেতে হবে ৷ তাহলে বমি হবে না৷
মো. আব্দুল কুদ্দুস, আস্ক অ্যানসারস এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক৷ তিনি পেশায় একজন স্কুল শিক্ষক (আইসিটি) এবং ডিপ্লোমা প্যারামেডিকেল চিকিৎসক৷ তিনি মানুষের উপকার করতে ভালোবাসেন৷ আর তাই মানুষের সমস্যা সমাধানে পরামর্শ দিয়ে উপকারের স্বার্থে প্রতিষ্ঠা করেন আস্ক অ্যানসারস৷ ব্যক্তিগতভাবে তিনি একজন আদর্শবান সৎ মানুষ৷