সাধারণত এক বা একাধিক মৌলিক বা যৌগিক পদার্থের সমন্বয়ে তৈরি হয় ট্যাবলেট বা ক্যাপসুল ৷
কতক পদার্থ আছে যেগুলো পাকস্থলীর জারক রসে ভেঙ্গে যায় ৷ ফলে তার গুনগত মান নষ্ট হয় বা কমে যায় ৷ তাই সেই সব পদার্থ দিয়ে তৈরিকৃত ঔষধ ক্যাপসুল আকারে বাজার জাত করা হয়৷ ক্যাপসুলের আবরন গলতে গলতে উক্ত ঔষধ পাকস্থলী অতিক্রম করে অন্ত্রে পৌছে যায় ৷ ফলে ঔষধটির গুনগত মান ঠিক থাকে এবং রোগী ঔষধটির সর্বোচ্চ কার্যকারিতা লাভ করতে পারে ৷
অপরপক্ষে যেসব পদার্থ পাকস্থলীর জারক রসে ভেঙ্গে যায় না বা ভাঙলেও খুব সামান্য পরিমানে গুনগত মান কমে যায় সেগুলো ট্যাবলেট আকারে বাজার জাত করা হয় ৷
মো. আব্দুল কুদ্দুস, আস্ক অ্যানসারস এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক ৷ তিনি পেশায় একজন স্কুল শিক্ষক (আইসিটি) ৷ তিনি মানুষের উপকার করতে ভালোবাসেন ৷ আর তাই মানুষের সমস্যা সমাধানে পরামর্শ দিয়ে উপকারের স্বার্থে প্রতিষ্ঠা করেন আস্ক অ্যানসারস ৷ ব্যক্তিগতভাবে তিনি একজন আদর্শবান সৎ মানুষ ৷