ইমারজেনসি পিল সেবন করলে শরীরে হরমোনের ভারসাম্য কিছুটা নষ্ট হয়ে যায় ৷ ফলে মাসিক অনিয়মিত হয়ে যায় ৷ তাই টেনশনের কিছু নাই ৷ কিছুদিন অপেক্ষা করেন ঠিক হয়ে যাবে ৷ তবে প্রেগন্যানসি টেস্ট করে দেখেন একবার ৷ কারন পিল অনেকসময় কাজ করে না ৷ সেক্ষেত্রে গর্ভবতী হতে পারে ৷ আর এতেও মাসিক বন্ধ হতে পারে ৷