বৈসাবি' নামকরণ' পাহাড়ি তিনটি আদিবাসী সম্প্রদায়ের (এগুলো হচ্ছে ত্রিপুরা, মারমা ও চাকমা) বর্ষবরণ উৎসবের প্রথম অক্ষর দিয়ে। 'বৈ' শব্দাংশটি ত্রিপুরাদের বৈসু থেকে, 'সা' শব্দাংশটি মারমাদের সাংগ্রাই থেকে এবং 'বি' শব্দাংশটি চাকমাদের বিজু থেকে এসেছে। বৈসু, সাংগ্রাই, বিজু—এই তিন নামের আদ্যক্ষর নিয়ে বৈসাবি নামের উৎপত্তি।