না, করোনা ভাইরাস মশার কামড়ে ছড়ায় না। করোনা ভাইরাস মূলত শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। এটি একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে যখন কেউ হাঁচি দেয় বা কাশি দেয়, তখন সেই ড্রপলেটগুলো অন্যের নাক, মুখ বা চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে। এছাড়াও, সংক্রমিত স্থান স্পর্শ করার মাধ্যমেও এই ভাইরাস ছড়াতে পারে।