ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখে আমার স্ত্রীর পিরিয়ড শুরু হয়ে ২৫ তারিখে শেষ হয়েছে। ২৩ মার্চ টেস্ট করে প্রেগন্যান্সি পজিটিভ দেখায়। ২৩ তারিখ রাতে ১ম ডোজ এবং ২৪ তারিখ দুপুরে ২য় ডোজ খায়। ২৫ তারিখ রাত থেকে ব্লিডিং শুরু হয়েছে। আজ ৩০ মার্চ সকালে টেস্ট করলেও প্রেগন্যান্সি পজিটিভ দেখাচ্ছে। তাহলে গর্ভপাত হয়নি???