212 বার দেখা হয়েছে
"পদার্থবিদ্যা" বিভাগে করেছেন

1 টি উত্তর

2 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
মেঘমুক্ত রাতের আকাশে তারাদের আমরা নিয়মিতই দেখি। রাতের আকাশে অসংখ্য তারা নিয়মিত উঠতে দেখলেও এই আকাশেই অনিয়মিতভাবে দেখা মেলে সুপারনোভার। একটি তারা ধীরে ধীরে বড় এবং উজ্জ্বল হয়ে তারপর চিরতরে নিভে যাওয়ার ঘটনাকে সুপারনোভা বলে।

আকাশের দিকে তাকালে মহাবিশ্বের খুবই ক্ষুদ্রতম একটা অংশ আমাদের চোখে পড়ে। রাতে মেঘমুক্ত আকাশের দিকে তাকালে খোলা চোখে ধরা দেবে মাত্র ৬ হাজারের মতো নক্ষত্র। কিন্তু একটু মাঝারি মানের টেলিস্কোপ দিয়ে দেখলে প্রায় ৫০ হাজার মতো নক্ষত্র দেখা সম্ভব। এছাড়া আরো ভালো লেন্সের টেলিস্কোপের সাহায্যে মেঘমুক্ত আকাশে প্রায় ৩ লাখ নক্ষত্র এমনকি কয়েকহাজার ছায়াপথ একসঙ্গে দেখা সম্ভব। কিন্তু এর মধ্যে একটি পর্যবেক্ষণযোগ্য একটি সুপারনোভা খুঁজে পাওয়াও বেশ কষ্টকর। কারণ আমাদের কাছের ছায়াপথগুলোতে এই ঘটনাটি এতই বিরল যে আধুনিক যুগের জ্যোতির্বিজ্ঞানীরাও জীবনে একটি সুপারনোভাকে পর্যবেক্ষণ করতে পারাকে বিশাল প্রাপ্তি বলে মনে করেন।

সুপারনোভা শব্দটির বাংলা করলে দাড়ায় ‘অতিনবতারা’। জ্যোতিষী এবং জ্যোতির্বিজ্ঞানীগণ বহুকাল ধরেই সুপারনোভার রহস্য খুঁজেছেন। তবে তারাদের এই রহস্যের তল ধরতে তাদের বেশ সময় লেগেছে।

সুপারনোভা হল এক ধরনের নাক্ষত্রিক বিস্ফোরণ প্রক্রিয়া, যার কারণে একটি নক্ষত্র ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং অবশেষরূপে থাকে শীতল নীহারিকা এবং কৃষ্ণবিবর। সকল নক্ষত্রের মতো আমাদের সূর্যেরও একদিন এই পরিণতি ঘটবে।

যা হোক, আমরা জানি একটি মাঝারি মানের নক্ষত্র নিউক্লিয় ফিশন প্রক্রিয়ায় হাইড্রোজেন থেকে হিলিয়ামে রুপান্তিত হওয়ার মাধ্যমে জ্বলে থাকে। কোটি কোটি বছর ধরে জ্বলতে থাকা এই তারকায় যখন জ্বালানি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তখন নক্ষত্রটি তার পরিণতিতে পৌঁছে যাওয়ার আগে স্ফিত এবং উজ্জ্বল হয়ে ওঠে এবং বিস্ফোরিত হয়। তারপর আস্তে আস্তে নিস্প্রভ হয়ে যায়। ভরের তারতম্যের ওপর এই বিস্ফোরণ এবং উজ্জ্বল হয়ে ওঠা নির্ভর করে। 

যখন কোন নক্ষত্রে ফিশন বিক্রিয়াসমূহের পরিসমাপ্তি ঘটে তখন এক সময়ে নক্ষত্রের অভ্যন্তরস্থ বহির্মুখী চাপ যথেষ্ট পরিমাণ কমে যায় এবং ফলে নক্ষত্রটির বেশিরভাগ ভরই এর কেন্দ্রে চলে যায় এবং ভেতরের অঞ্চল সংকুচিত হয়ে পড়ে। এদিকে এর বাইরে থাকা গ্যাসীয় অঞ্চলটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে প্রবলবেগে চারদিকে ছড়িয়ে পড়ে ও স্ফিত হয়ে যায়। দূর হতে আপাতদৃষ্টিতে মনে হয় তারকাটি উজ্জ্বল হয়ে উঠেছে। উজ্জ্বল হয়ে ওঠা এই ঘটনাটাই সুপারনোভা হিসেবে পরিচিত। এই ধরনের বিস্ফোরণে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় এবং সে সময়ে সংশ্লিষ্ট নক্ষত্রটি সাময়িকভাবে কখনো কখনো পুরো ছায়াপথের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। আর এই সুপারনোভা ঘটনার মাধ্যমেই একটি নক্ষত্রের মৃত্যু ঘটে। 

বিজ্ঞানীরা বলছেন প্রতি সেকেন্ডেই মহাবিশ্বের কোথাও না কোথাও সুপারনোভা বিস্ফোরণ ঘটে চলেছে। আমাদের সীমাবদ্ধতা থাকার কারণে আমরা সবগুলোকে দেখতে পারিনা। খালি চোখে আমরা শুধু আমাদের ছায়াপথের কাছাকাছি যে সুপারনোভা বিস্ফোরণ ঘটে সেগুলোকেই দেখতে পারি। বিজ্ঞানীরা বলছেন, আমাদের আকাশগঙ্গার মতো ছায়াপথে ৫০ বছরে একটি সুপারনোভার বিস্ফোরণ ঘটে থাকে।

তাই এক জীবনে খালি চোখে রাতের আকাশে উজ্জ্বল হয়ে ওঠা তারাকে নিভে যাওয়া দেখা সম্ভব। তবে তার জন্য ধৈর্য এবং নিয়মিত অনুসন্ধানের প্রয়োজন পড়ে। 

তথ্য সহায়তাঃ- https://www.risingbd.com/scienceand-technology/news/209944 

36,285 টি প্রশ্ন

35,495 টি উত্তর

1,742 টি মন্তব্য

3,816 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
35 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 35 জন অতিথি
আজকে ভিজিট : 39323
গতকাল ভিজিট : 31276
সর্বমোট ভিজিট : 53575338
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...