গর্ভবতী হলে স্তনের মুখ কালাে দেখা যাবে । মুখের থেকে থুতু বের হবে । মুখ শুকনাে দেখা যাবে, সমস্ত শরীর ভারী মনে হবে । আলস্য ভাব লাগবে । খাওয়ার রুচি কমে যাবে৷ খাদ্য, পানীয় গন্ধ লাগবে৷ বমি বমি বমি ভাব হবে৷
নবজাত সন্তান পুত্র না কন্যা হবে বোঝার উপায়:
ধারনা করা হয় -
*গর্ভবতী স্ত্রীর হাতের তালু লাল দেখা গেলে পুত্র হবে । সাদা দেখা গেলে কন্যা হবে ।
*গর্ভবতী স্ত্রীর স্তনের এক বিন্দু দুধ আয়নার উপর দিয়ে রৌদ্রে দেখলে যদি মােতি বিন্দুর মতাে দেখা যায় তবে পুত্র হবে । আর চারদিকে ছড়িয়ে গেলে কন্যা হবে।