মাসিকের ৬ষ্ঠ দিনে কনডম বিহীন সহবাস করি কিন্তু ভিতরে বীর্য ফেলা হয়নি। তারপর ৬ঘন্টা পর নোরিক্স পিল খাওয়ানো হয়, পিল খাওয়ার ৪দিন পর রক্তপাত শুরু হয়ে ৫দিন পর বন্ধ হয় তারপর আবার ১/২দিন সাদা স্রাব যায়। মাসিকের ডেট ছিলো ১২/১৩ তারিখ কিন্তু মাসিকের সময় পার হয়ে গিয়েছে ১০দিন হবে মাসিক হয় নি।
এখন গর্ভবতী হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানাবেন???