346 বার দেখা হয়েছে
"রোগ ও চিকিৎসা" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
মানবদেহ সম্পর্কে  কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

১। হাড় সংখ্যা - ২০৬

২। পেশী সংখ্যা - ৬৩৯

৩। কিডনি সংখ্যা - ২

৪। দুধ দাঁতের সংখ্যা - ২০

৫। পাঁজড় সংখ্যা - ২৪ (১২ জোড়া) 

৬। হৃদয়ের চেম্বার সংখ্যা - ৪

৭। স্বাভাবিক রক্তচাপ - ১২০/৮০

৮। রক্তের PH - ৭.৪

৯। মেরুদন্ড মেরুদন্ডের সংখ্যা - ৩৩

১০। নেক মধ্যে #Vertebrae সংখ্যা - ৭ টি

১১। মাঝারি কানের হাড়ের সংখ্যা - ৬

১২। মুখে হাড় #সংখ্যা - ১৪

১৩। স্কাল মধ্যে হাড় সংখ্যা - ২২

১৪। বুকে হাড় সংখ্যা - ২৫

১৫। অস্ত্র হাড় সংখ্যা - ৬

১৬। মানুষের প্রতিটি কানের ভিতরে ৩টি করে হাড় থাকে। এগুলোর নাম হলঃ ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস (কানের বাহির থেকে ভিতরের দিকে সিরিয়াল অনুযায়ী। মনে রাখার সূত্র: MIS।)

২ কানে মোট ৬ টি হাড় থাকে। এগুলোর মধ্যে স্টেপিস হল মানব দেহের ক্ষুদ্রতম হাড়। 

১৭। মানুষের বাহুতে পেশীর সংখ্যা - ৭২

১৮। হৃদয়ের পাম্প সংখ্যা - ২

১৯। বৃহত্তম #অঙ্গ - চামড়া 

২০। বৃহত্তম গ্রান্তি - লিভার 

২১। ছোট কোষ - রক্তের কোষ 

২২। বৃহত্তম #কোষ - ডিম সেল (ডিম্ব)

২৩। ছোট হাড় - স্ট্যাপ 

২৪। সর্বাধিক #ধমনী - বারোটাবারোটা 

২৫। আমাদের দেহের রক্তে একটি সমুদ্রের সম পরিমাণ লবন রয়েছে। 

২৬। দৈনিক আমাদের হৃদপিণ্ড ১০০বার করে আমাদের দেহে রক্ত ঘুরিয়ে ফিরিয়ে প্রবাহিত করে। 

২৭। আমাদের চোখের একটি পাপড়ি ১৫০ দিন বেঁচে থাকে। এর পর নিজে থেকেই ঝড়ে পড়ে।

২৮। আমাদের চোখের ওপর ভ্রুতে তে ৫০০ টি লোম আছে। 

২৯। ১০০ বিলিয়ন এর অদিক নার্ভ সেল নিয়ে আমাদের দেহ গঠিত। 

৩০। মানুষ চোখ খুলে হাঁচি দিতে পারেনা।

৩১। পাথর থেকে মানুষের দেহের হাড় ৪ গুণ বেশি শক্তিশালী। 

৩২। আমরা যখন খাবার খাই আমাদের মুখে সে খাবারের স্বাদ ১০ দিন পর্যন্ত থাকে।

৩৩। মানুষ হাঁটুর ক্যাপ ছাড়া জন্মগ্রহণ করে এবং তা ২ থেকে ৬ বছর পর্যন্ত দেখা যায়না।

৩৪। মানব শিশু বসন্ত কালে দ্রুত বৃদ্ধি পায়।

৩৫। আমাদের চোখ সবসময় একই রকম থাকে কিন্তু কান ও নাক বৃদ্ধি পাওয়া কখনোই থেমে থাকেনা।

৩৬। আমরা জন্মগ্রহণ করি ৩০০ হাড় নিয়ে কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬ টি হাড় থাকে।

৩৭। আমাদের মাথার খুলি ২৬ ধরণের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি। 

৩৮। আমাদের হাতের নখে যেই পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে, ফলে হাত এবং চুল উভয়ই একই জিনিস তবে দুইটির ঘনত্ব আলাদা।

৩৯। অবাক হবেন না, আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবীটও থেমে যায়।

৪০। মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে জিহ্বা।

৪১। একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন ৬ বার বাথরুমে যায়।

৪২। আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌছাতে মাত্র ৭ সেকেন্ড সময় লাগে।

৪৩। প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যেকোন খাবারের স্বাদ থাকে বেশি।

৪৪। মানুষ হাঁচি দিলে যে বাতাস বের হয় তা প্রতি ঘণ্টায় ১০০ মাইল গতিতে বাহির হয়।

৪৫।মানব দেহের সবচেয়ে বড় হাড় হল উরুর হাড় (Thighbone)। এর নাম হল ফিমার। 

৪৬। আমাদের শরীরের ক্ষুদ্রতম হাড় হল কানের হাড়।

৪৭। রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয় দ্রুত।

৪৮।মুত্র প্রস্তুত হয় কিডনীতে। মুত্র হলুদ দেখায় বিলিরুবিনের জন্য।

৪৯। নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে ১২৫ মিটার। 

৫০। একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় ০.৪ সেকেন্ড। 

(ফেসবুক থেকে সংগৃহীত )

এরকম আরও কিছু প্রশ্ন

0 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর

36,285 টি প্রশ্ন

35,495 টি উত্তর

1,742 টি মন্তব্য

3,816 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
14 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 14 জন অতিথি
আজকে ভিজিট : 61442
গতকাল ভিজিট : 31276
সর্বমোট ভিজিট : 53597409
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...