আমার ও একই আমি এক মাসে ৩টা পিল খাই ৩ নাম্বার পিল খাওয়ার পর 2য় দিন থেকে বমি বমি ভাব কিছু খেতে পারি না বমি আসে এবং ৫দিন পর মাসিক হয় এবং রক্ত বেশি যাইতাছে ৪দিন পর একটু রক্ত কম গেলেও বমি বমি ভাব টা যাইতাছে না আমি কি করবো?এবং কি ঔষধ খেলে এই সাইড ইফেক্ট থেকে মুক্তি পাবো?