সববে নুজুল বলতে যা বোঝায় তা হলো
অবতীর্ণ হওয়ার কারণ।
সবব শব্দের অর্থ হলো কারণ
আর নুজুল শব্দের অর্থ হলো অবতীর্ণ বা নাযিল হওয়া।
সুতরাং সববে নুজুল বলতে আল্লাহর পক্ষ থেকে কোন একটি আয়াত বা বিধান নাযিল হওয়ার প্রেক্ষাপটকে বুঝায়।
একেক ঘটনা বা একেক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে একেক আয়াত রাসুল (সাঃ) এর উপর নাযিল হতো।