ব্যালিস্টিক মিসাইল (Ballistic Missile) হলো এক ধরনের ক্ষেপণাস্ত্র যা ওয়ারহেড (বিস্ফোরক) নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছে দিতে প্রজেক্টাইল গতির (Projectile Motion) নীতি ব্যবহার করে। সাধারণ মিসাইলের (যেমন ক্রুজ মিসাইল) সাথে এর প্রধান পার্থক্য হলো, ব্যালিস্টিক মিসাইল তার উড্ডয়নের বেশিরভাগ সময়ই ইঞ্জিনের শক্তি ছাড়াই কেবল মাধ্যাকর্ষণ শক্তির টানে একটি নির্দিষ্ট বক্র বা পরাবৃত্তাকার (ballistic trajectory) পথে চলে।