হাইপারসোনিক মিসাইল (Hypersonic Missile) হলো এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যা শব্দের গতির (Mach 1) চেয়ে কমপক্ষে পাঁচ গুণ (Mach 5) বেশি গতিতে চলতে সক্ষম। শব্দের গতি সমুদ্রপৃষ্ঠে প্রায় ১,২৩৫ কিলোমিটার/ঘণ্টা (৭৬০ মাইল/ঘণ্টা) হয়, তাই হাইপারসোনিক মিসাইলগুলো ঘণ্টায় ৬,১৭৪ কিলোমিটার (৩,৮০০ মাইল/ঘণ্টা) বা তারও বেশি গতিতে চলতে পারে। কিছু উন্নত হাইপারসোনিক মিসাইল ম্যাক ১০ বা তারও বেশি গতিতে চলতে সক্ষম।