যে ভাল কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে-
১। সকল ক্ষেত্রে (অর্থাৎ প্রশ্ন, উত্তর, মন্তব্য, বার্তা আদান প্রদান ইত্যাদি) সবসময় অবশ্যই বাংলা ভাষায়, বাংলা বর্ণমালা ব্যবহার করে লিখবেন । বাংলা ছাড়া অন্য ভাষায় লেখালেখি করলে, প্রশাসক পোস্টটি মুছে ফেলবেন । তাছাড়া সদস্যরা সেই প্রশ্নে বা উত্তরে ঋণাত্মক ভোটও দিতে পারেন। ২। অনুগ্রহ পূর্বক বাংলা সদস্যনাম ব্যবহার করুন। বাংলা ছাড়া অন্য ভাষার সদস্য নাম ব্যবহার চরমভাবে নিরুৎসাহিত করা হচ্ছে । সদস্যনাম অবশ্যই সুন্দর ও সহজে পঠনযোগ্য হতে হবে। ৩। আস্ক অ্যানসারছ একটি বিশেষায়িত কমিউনিটি, যেখানে সদস্যরা নিজেদের কৌতুহল মেটানোর জন্য নিজেরা প্রশ্ন করেন, আবার অন্যদের কৌতুহল মেটানোর জন্য অন্যদের প্রশ্নে উত্তর দেন। তাই কারও প্রশ্নে উত্তর দেবার সময় চেষ্টা করবেন আপনি যতটুকু জানেন ততটুকুই জানিয়ে দিবেন। ৪। আস্ক অ্যানসারছ কমিউনিটিকে নিরাপদ, আনন্দময় ও যথাযথ কাজের করে তোলার ভার এই কমিউনিটির প্রতিটি সদস্যদের উপর । তাই কোন সদস্য আপত্তিকর কোন প্রশ্ন, উত্তর বা মন্তব্য করলে আমাদের ব্যক্তিগত বার্তায় জানাতে পারবেন। তাই সকলের প্রতি অনুরোধ থাকল- যে সব পোস্ট আপনার কাছে আপত্তিকর মনে হবে, দয়া করে পোস্টের নিচের "পতাকা" বাটনটি ক্লিক করে দ্রুত আমাদের জানিয়ে দিন। ৫। ভাল কিছু দেখলে তাতে ভোট দিন। আপত্তিকর কিছু দেখলে ঋণাত্মক ভোট দিন কিংবা সতর্ক করুন। ভোট, ঋণাত্মক ভোট বা সতর্ক করার আগে দয়া করে নিজেকে জিজ্ঞাসা করে দেখুন যে, আপনার এই ছোট্ট কাজের জন্য আস্ক অ্যানসারছ এর গ্রহনযোগ্যতা কতটুকু বাড়ছে বা কমছে। ৬। অনুগ্রহ পূর্বক কোন প্রশ্নে উত্তর দেয়ার সময় আপনার উত্তরের গ্রহনযোগ্যতা বাড়ানোর জন্য তথ্যসূত্র উল্লেখ করার চেষ্টা করুন। ৭। প্রশ্ন করার সময় স্পষ্টভাবে বাংলায় জিজ্ঞাসা করুন, যাতে করে যে কোন সদস্য খুব সহজেই আপনার প্রশ্নটি বুঝে উত্তর দিতে পারে। প্রশ্ন, উত্তর ও মন্তব্য করার সময় বানান ভুলের ব্যাপারে সতর্ক থাকুন । ৮। প্রশ্ন করার সময় সঠিক বিভাগ নির্বাচন করে আপনার প্রশ্নটি করুন, যাতে আলোচনাগুলো সুন্দরভাবে সাজানো থাকে। ফলে পরবর্তীতে আপনার মত অন্যদেরও একই প্রশ্নের উত্তর খুঁজে পেতে সুবিধা হবে। ৯। কোন প্রশ্ন করার আগে অবশ্যই খুঁজে দেখবেন যে, ঐ একই প্রশ্ন আগেই কোন সদস্য জিজ্ঞাসা করেছেন কিনা, কিংবা ইতিমধ্যেই ঐ প্রশ্নের উত্তর রয়েছে কিনা ? যদি একই প্রশ্ন বা প্রশ্নের উত্তর আগে থেকেই দেয়া থাকে তাহলে, পুনরায় প্রশ্ন করার দরকার নেই। ১০। আস্ক অ্যানসারছ এ আপনার যেকোন লেখার সকল দায়-দায়িত্ব আপনার নিজের। কিন্ত লেখা প্রকাশিত হওয়ার পর তা রাখা বা মুছে ফেলার ক্ষমতা প্রশাসন বোর্ডের । ওয়েবসাইট কর্তৃপক্ষ, প্রশাসকগণ বা অন্য কেউ আস্ক অ্যানসারছ এ প্রকাশিত আপনার লেখা সম্পর্কিত কোন ধরনের দায়-দায়িত্ব বহন করবে না। ১১। আস্ক অ্যানসারছ কমিউনিটিতে সদস্য হওয়ার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে Ask Answers থেকে বিভিন্ন বিজ্ঞপ্তি, ঘোষণা ইত্যাদি ইমেইলে পেতে আপনার কোন আপত্তি নেই। তবে আপনি যে কোন সময় আপনার অ্যাকাউন্ট পাতা থেকে এসব বিজ্ঞপ্তি, ঘোষণা ইত্যাদি বন্ধ করতে পারবেন। ১২। আস্ক অ্যানসারছ এ ব্যক্তিগত বার্তা সুবিধাটি সদস্যদের নিজেদের মধ্যে ব্যক্তিগত বার্তা লেনদেনের জন্য প্রযোজ্য। অন্যান্য ক্ষেত্রের মত বার্তা ব্যবহারেও তাই সদস্যের যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। প্রশাসক প্রয়োজনে যে কারও ব্যক্তিগত বার্তা দেখতে চাইতে পারবেন এবং সেক্ষেত্রে উক্ত সদস্য সেই বার্তা দেখাতে বা প্রদান করতে বাধ্য থাকবেন।
যে খারাপ কাজগুলো আপনাকে অবশ্যই পরিহার করতে হবে-
১। আস্ক অ্যানসারছ কোন ফোরাম বা চ্যাটরুম নয় যেখানে ব্যক্তিগত হতাশা, আক্রোশ অন্যের উপর বর্ষণ করবেন কিংবা কোন বিষয় নিয়ে রাগারাগি করে অভদ্রতা বা বিশৃংখলা সৃষ্টি করবেন । ২। সাধারণ মানুষের জন্য গ্রহনযোগ্য নয় এমন কিছু লেখবেন না। বিশেষ কোন ব্যাক্তি, জাতি বা গোষ্ঠিকে আঘাত করে কিছু লেখবেন না। Ask Answers এ নিবন্ধন করার জন্য কোন নির্দিষ্ট বয়সসীমা নেই। তাই খেয়াল রাখবেন যেন আপনার লেখা অবশ্যই সব বয়সী মানুষের পড়ার উপযোগী হয়। অশালীন কোন লেখা, ছবি, লিংক বা অন্যকিছু পোস্ট করা যাবে না। ৩। একজন সদস্য কোন অবস্থাতেই একাধিক সদস্যনাম ব্যবহার করতে পারবেন না। কোন ব্যক্তি একাধিক সদস্যনাম ব্যবহার করে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি করলে বা একাধিক সদস্যনাম ব্যবহার করে নিজের লেখায় অবৈধভাবে ভোট দিলে- তার বিরুদ্ধে প্রশাসক যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন। ৪। কোন অবস্থাতেই নিম্নে বর্ণিত সদস্য নামগুলো নিজের জন্য নেয়া যাবেনা। এসব সদস্যনাম পরবর্তীতে প্রশাসকগণ কোন কারণ ছাড়াই মুছে ফেলবেন। যেমন: ক) প্রশাসনিক নাম যেমন- অ্যাডমিন, প্রশাসক, সমন্বয়কারী, রুট । খ) ধর্মীয় নাম যেমন- আল্লাহ, ফেরেশতা, শয়তান, ভগবান, ঈশ্বর। গ) বিখ্যাত ব্যক্তিদের নাম যেমন- আইনস্টাইন, আইজাক আসিমভ, নিউটন, লিনুস, স্টিভ জবস, রবীন্দ্রনাথ ঠাকুর । ঙ) কোন সদস্যকে ব্যঙ্গ করে কোন নাম নেয়া যাবে না। চ) অশ্লীল অর্থ বহন করে বা অশ্লীল কিছু ইঙ্গিত করে এরকম নাম নেয়া যাবে না। ৫। শুধুমাত্র 'সহমত', 'ধন্যবাদ' ইত্যাদি লিখে কিংবা 'স্মাইলি' চিহ্ন দিয়ে কোন প্রশ্ন, উত্তর করা যাবে না। প্রতিটি প্রশ্ন, উত্তর বা মন্তব্য অবশ্যই নূন্যতম গ্রহনযোগ্য লেখা থাকতে হবে। ৬। কোন ব্যক্তিগত বার্তা প্রেরকের পূর্বানুমতি ছাড়া প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত বার্তায় কাউকে হয়রানি করা যাবে না কিংবা অবৈধ কোন কিছু আদান-প্রদান করা যাবে না। ৭। আস্ক অ্যানসারছ এ একাউন্ট খুললে তা আর ডিলিট করতে পারবেন না। ৮। এখানে অন্য সাইটে প্রকাশিত নিজের কোন লেখা বা নিজের ওয়েবসাইটের প্রচার বা প্রসার করা যাবেনা। আস্ক অ্যানসারছ এর মূল উদ্দেশ্য জ্ঞান আহরণ ও জ্ঞান বিতরণ করা। এটি কোন বেচাকেনা কিংবা বাণিজ্যিক কেন্দ্র নয় । ৯।অন্য কোন সদস্যের লেখা বা লেখার অংশবিশেষ কেবল কপি-পেস্ট করে উত্তর দেয়া যাবেনা। সদস্যকে যথার্থ কৃতিত্ব দিয়ে বা অনুমতি নিয়ে লেখাটি বা লেখার অংশ বিশেষ দিতে হবে। তাছাড়া তথ্যসূত্র উল্লেখ না করে অন্য কোন ওয়েবসাইটের লেখা বা লেখার অংশ বিশেষ কপি-পেস্ট করে দেয়া যাবেনা। ১০।কোন অবস্থাতেই আস্ক অ্যানসারছ এ বিশৃংখলা বা বিদ্বেষ সৃষ্টি হতে পারে কিংবা ভাইরাস বা ক্ষতিকারক প্রোগ্রাম রয়েছে, এমন কোন ওয়েবসাইটের লিংক দেয়া যাবেনা। ১১। আস্ক অ্যানসারছ এর সদস্য হিসেবে আপনাকে অবশ্যই সততার পরিচয় দিতে হবে। এমনভাবে কোন উত্তর বা মন্তব্য করবেন না যাতে করে তা কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।