সাসটেন এর পার্শ্বপ্রতিক্রিয়া নিম্নরুপ:
* উদ্বিগ্নতা, খিটখিটে মেজাজ, অস্থিরতা ।
* অনিদ্রা।
* অস্বাভাবিক স্বপ্ন ।
* সেক্স ড্রাইভ কমিয়ে দেয় ।
* নপুংসকতা ।
* ক্লান্ত বা ঘুমন্ত বোধ হয় ।
* ঝাপসা দৃষ্টি ।
* আমাশয়, বমি, কোষ্ঠকাঠিন্য, মাংসপেশিতে ব্যথা ও অস্বস্তি, বদহজম ও শুষ্ক মুখ যেমন দাস্ত, তেমনই পেটের পীড়া ।
* অতিরিক্ত ঘাম ।
* উচ্চ রক্তচাপ, মাথাঘোরা, মাথাব্যথা কিংবা ঝিমুনি হতে পারে।
মো. আব্দুল কুদ্দুস, আস্ক অ্যানসারস এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক৷ তিনি পেশায় একজন স্কুল শিক্ষক (আইসিটি) এবং ডিপ্লোমা প্যারামেডিকেল চিকিৎসক৷ তিনি মানুষের উপকার করতে ভালোবাসেন৷ আর তাই মানুষের সমস্যা সমাধানে পরামর্শ দিয়ে উপকারের স্বার্থে প্রতিষ্ঠা করেন আস্ক অ্যানসারস৷ ব্যক্তিগতভাবে তিনি একজন আদর্শবান সৎ মানুষ৷