আচ্ছা ভাইয়া, আমার বিয়ে হয় জানুয়ারির ২১ তারিখ, আমি এই দিনেই প্রথম সহবাস করি স্বামীর সাথে। আমার পিরিয়ডের ডেট ২৬ তারিখ। আমি ২১ তারিখ থেকেই প্রথম ফেমিকন ফিল খাওয়া শুরু করেছি এখন ও প্রতিদিনই ঠিক সময় খাচ্ছি। এখন কি প্রেগন্যান্ট হওয়ার সসম্ভাবনা আছে?
অনেক চিন্তায় আছি।