এম এম কিট খাওয়ার ৩ দিন পর ব্লিডিং শুরু হয় ১ সপ্তাহের মত হয়ে বন্ধ হয়ে যায়৷ আবার ১২-১৩ দিন বন্ধ থাকার পর আবার ব্লিডিং শুরু হয়ে প্রচুর পরিমাণে দলা দলা যায়৷ এর মধ্যে আলট্রাসনো করলে ডাক্তার বলে ভিতরে সামান্য ময়লা আছে, ডিএনসি করা লাগবে৷
আলট্রা করার পরেও ৪-৫ দিন অনেক ব্লিডিং হয়ে সাথে দলা দলা গিয়ে মিনস বন্ধ হয়ে গেছে।
এখন কি আর ডিএনসি করা লাগবে?