এম এম কিট সেবন করার পরে আমার মাসিক শুরু হয় এবং বড় রক্তের দলা বের হয়ে যায়। তারপর ৮ দিন নিয়মিত মাসিক হয় ছোট ছোট রক্তের দলা সহ। তারপর থেকে ২/১ ফোটা করে রক্ত বের হচ্ছে । এম এম কিট সেবন করার ২২ দিন হয়েছে। ২/১ ফোটা রক্ত কি কোনো সমস্যার জন্য বের হচ্ছে? এক্ষেত্রে আমার করনীয় কি?