মাসিকের ২১তম রাতে মিলনের ২০ ঘন্টা পর নোরিক্স ১ খাওয়ানো হয়। এই পিল খাওয়ার ৮ দিন পর ২দিন ধরে ব্লিডিং হয়। এবং মাঝে ১দিন বিরতির পর আবার পরের দিনই ব্লিডিং হয় উল্লেখ্য সেইদিন মাসিকের ডেট ছিল।
তাহলে এটা কী মাসিক ছিল?
অবশ্য তার সেই ব্লিডিং এর ২০ দিন পার হলেও আলাদা কোনো মাসিক হয়নি। এখন সে গর্ভপতি কী না কীভাবে বুঝবো?
নাকি সামনের মাসিকে ডেট পর্যন্ত অপেক্ষা করবো?
না কী এই মাসে ১বার প্রেগন্যান্সি টেস্ট করবো?