নামাজের বাহিরের কোনো কাজের মাধ্যমে নামাজ মাকরূহ হয় না, এখানে প্রশ্ন করা হয়েছে নামাজ মাকরূহ হওয়ার কারণ কয়টি ও কি কি? অর্থ্যাৎ কি কি কারণে নামাজ মাকরূহ হয় শরীয়তের দৃষ্টিতে এমন কিছু কাজ রয়েছে যেগুলো নামাজের ভেতর করলে নামাজ ভাঙবে না, কিন্তু নামাজটা মাকরূহ হবে। সেই কাজগুলোই মূলত নামাজ মাকরূহ হওয়ার কারণ। আবারও বলছি - নামাজের বাহিরের কোনো কাজের কারণে নামাজ মাকরূহ হয় না। আর আপনি নামাজের ভেতরের কিছু মাকরূহের কথা উল্লেখ করলেও মৌলিকভাবে নামাজের যে চারটি মাকরূহের কথা বললেন, সেগুলোর সবগুলোই নামাজের বাহিরের কর্ম। এগুলোর কোনো একটাও যদি নামাজের মধ্যে সংঘটিত হয়, তবে মাকরূহ্ তো দূরের কথা, নামাজই ভেঙে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।