বিভিন্ন কারনে নারীদের মাসিক অনিয়মিত হতে পারে ৷ যেমন- আয়রনের অভাব, পুষ্টির অভাব, মাত্রাতীত পরিশ্রম করা, রাত্রি জাগরণ, মানসিক চাপ, টেনশনে থাকা, অত্যাধিক ঠান্ডা লাগা, ইমারজেনসি কনট্রাসেপটিভ পিল সেবন, প্রি মেনোপজাল পিরিয়ড, মাদক সেবন প্রভৃতি কারনে মাসিক অনিয়মিত হতে পারে ৷
এছাড়া আভ্যন্তরীণ কারন যেমন ওভারিতে ইনফেকশন, টিউমার, ক্যানসার, পলিপ ইত্যাদি কারনে পিরিয়ড অনিয়মিত হতে দেখা যায় ৷
তাই কোন কারনে মাসিক নিয়মিত হচ্ছে না তার চিকিৎসা করলে মাসিক নিয়মিত হতে পারে ৷
আশা করি বুঝতে পেরেছেন ৷