"SDG" এর পূর্ণরূপ হলো Sustainable Development Goals, বাংলায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা।
এটি হলো জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ কর্তৃক গৃহীত একগুচ্ছ আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা। ২০৩০ সালের মধ্যে একটি উন্নত, ন্যায়সঙ্গত ও টেকসই বিশ্ব গড়ার লক্ষ্যে এই ১৭টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যগুলো দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ, গুণগত শিক্ষা, লিঙ্গ সমতা, বিশুদ্ধ জল ও স্যানিটেশন, নবায়নযোগ্য জ্বালানি, শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, বৈষম্য হ্রাস, টেকসই নগর ও জনবসতি, দায়িত্বপূর্ণ ভোগ ও উৎপাদন, জলবায়ু কার্যক্রম, জলজ জীবন, স্থলজ জীবন, শান্তি ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং লক্ষ্য অর্জনে অংশীদারিত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে।