আমার পিরিয়ড হয় এপ্রিলের ২২ তারিখ। ২৫ তারিখ পিরিয়ড বন্ধ হলপ সহবাস করে বীর্য ভিতরে ফেলা হয়। তার ১০/১২ ঘন্টা পর নোরিক্স ১ খায়। এখন আমার শরীর অনেক দুর্বল, সারাদিন ঘুম পায়, গলা শুকিয়ে যাচ্ছে, বেশি পানি খেলে প্রস্রাব ও বেশি হচ্ছে। জ্বর জ্বর ভাব আছে। আমার কি কনসিভ হওয়ার সম্ভাবনা আছে???