মেডিকেল কলেজের মেহেদি হাসান খান নামে এক বড় ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল এই অভ্র। সারা রাত জেগে উনি এই কাজ করতেন। একদিকে মেডিকেল কলেজের পড়াশোনার চাপ অন্যদিকে এত বড় একটা Challenge এইটি উপেক্ষা করেই তিনি সংগ্রাম করে কাজ চালিয়ে যান এবং সফলও হন। ২৬ মার্চ ২০০৩ সালে তিনি এটি উন্মুক্ত করে দেন । এজন্য আমরা তাকে ডাক্তার+ইঞ্জিনিয়ার= ডাইঞ্জিনিয়ার বলে থাকি। শুরুতে এটিতে অনেক বাগ ছিল ৷ কিন্তু পরবর্তীতে Rifat Un Nabi, Tanbin Islam Siyam, Ryan Kamal, Shabab Mustafa, Nipon Haque অভ্র নিয়ে কাজ করেন। অনেক চড়াই উতরাই পার হয়ে ২১ ফেব্রুয়ারী ২০১৪ সালে অভ্র 5.5.0 ভার্সন Stable ভার্সন হিসেবে রিলিজ হয়।
মো. আব্দুল কুদ্দুস, আস্ক অ্যানসারস এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক৷ তিনি পেশায় একজন স্কুল শিক্ষক (আইসিটি) এবং ডিপ্লোমা প্যারামেডিকেল চিকিৎসক৷ তিনি মানুষের উপকার করতে ভালোবাসেন৷ আর তাই মানুষের সমস্যা সমাধানে পরামর্শ দিয়ে উপকারের স্বার্থে প্রতিষ্ঠা করেন আস্ক অ্যানসারস৷ ব্যক্তিগতভাবে তিনি একজন আদর্শবান সৎ মানুষ৷