মেয়েদের সাদা স্রাব হবেই, কারো হালকা হয়, কারো বেশি হয়৷ বেশি হলে চিকিৎসা করতে হবে৷
যদি সাদা স্রাবের সাথে যোনিতে চুলকানি হয় কিংবা স্রাবের সাথে দূর্গন্ধ হয় তাহলে চিকিৎসা করাতে হবে৷
তাছাড়া এমনি সাদা স্রাব হলে ভিটামিন জাতীয় ওষুধ খেলে ঠিক হয়ে যাবে৷
আর হালকা সাদা স্রাব হলে কিছু করতে হবে না৷ কেননা মেয়েদের জীবনে প্রতিনিয়ত সাদা স্রাব বা রস ক্ষরণ হয় এবং এতে যোনি পথ পরিষ্কার হয়৷ এটা হওয়া ভালো৷