আমার স্ত্রীর মাসিক শুরু হয় ১০ জুলাই এবং শেষ হয় ১৫ জুলাই, আমাদের সহবাস হয় ১৯ জুলাই । বীর্য ভিতরে গিয়েছিল কিনা সিওরনা। তার পিরিয়ড সার্কেল ২৮ দিনের, তাই মাসিক হওয়ার কথা ছিল ৮ আগস্ট। মাসিকের ব্যাথা ৭ আগস্টে ওঠলেও মাসিক হয়নি। আবার আমাদের সহবাস হয় ১২ আগস্ট তখন সে একটি ইমারজেন্সি পিল খায়। এর আগেও সে অনেকবার পিল খেয়েছে। এখন শুধু অতিরিক্ত সাদাস্রাব যাচ্ছে পিল খাওয়ার পর। ইউরিন এবং আল্ট্রাসোনো করার পরেও নেগেটিভ আসছে। ফার্মেসিতে গেলে ইথিনর টেবলেট দেয় প্রতি বেলায় ২ টি করে মোট ৬ টি খাওয়ার নির্দেশ দেয়। এখন কি করব?